ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক সেবন ও জুয়া খেলতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা স্ত্রী-কন্যাকে মারপিট করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের নিকট মারপিটের বিচার চাইতে গিয়ে উল্টো তাকেই বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে বলে কাঁদতে কাঁদতে প্রতিবেদককে কথাগুলো বলছিলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা জয়নব বানু।
তিনি আরও বলেন, আমার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিবে বলেও প্রতিদিন হুমকি দিচ্ছে তারা। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ধনিরহাট ময়মনসিংহপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের স্ত্রী।
জয়নব বলেন, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ধনিরহাট ময়মনসিংহপাড়ার দ্বীন ইসলামের ছেলে আব্দুর রশিদ(৩০), জয়নালের ছেলে মজিবর(৪০) ও হান্নানের ছেলে শাহিনুর (২০) দীর্ঘদিন ধরে আমার বাড়ীর বেড়ার পার্শ্বে মাদক সেবন করে এবং প্রতিদিনি জুয়া খেলার আসর বসিয়ে হৈচৈ শুরু করে। আমি তাদের বেড়ার পার্শ্বে হৈচৈ করতে নিষেধ কারার কারণে আব্দুর রশিদ ও মজিবর আমাকে ও আমার বাড়িতে মেহমান খেতে আসা কন্যা জাহানারা বেগমকে বাশের লাঠি দিয়ে বেধরক মারপিট করে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন আমাদের জুয়ারুদের নিকট হতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন নিয়ে আসতে চাইলে বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে পল্লী চিকিৎসক দিয়ে আমাদের চিকিৎসা করান। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা না করে দিয়ে উল্টো রশিকদে দিয়ে আমাকেই বাড়ি থেকে উচ্ছেদ হুমকি দিলে আমি বিয়ষটি বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সলেমান আলীকে অবগত করি। সলেমান আলী আমাকে বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ করার পরামর্শ প্রদান করেন।
গতকাল মঙ্গলবার (০৩ অক্টোবর) বালিয়াডাঙ্গী থানায় বিষয়টি জানালে বালিয়াডাঙ্গী থানার এএসআই রাশেদ গিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারপিটের বিষয়ে জিজ্ঞাসা না করে, উল্টো সে মুক্তিযোদ্ধার স্ত্রী কি না? ভাতা পাই কি না? ইত্যাদি প্রশ্ন করে থানায় লিখিত অভিযোগ করতে বলে জয়নবের নিকট থেকে ৩শ টাকা চলে আসে বলে জানান জয়নব ও তার কন্যা জাহানারা বেগম।
মুক্তিযোদ্ধার কন্যা জাহানারা বেগম বলেন, আমার মা একজন বৃদ্ধা, লেখাপড়া জানে না, রশিদ ও মজিবর যেকোন সময় আমার মাকে মারপিট করে বাড়ি হতে উচ্ছেদ করে দিতে পারে। সে জন্য গত বৃহস্পতিবার থেকে আমার মায়ের বাড়িতে আছি। এলাকার লোকজন বলছে জুয়ারিদের মারপিটের বিচার মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যা যদি না পায়। তাহলে সাধারণ লোকজন আইনের কি আশ্বাস থাকবে।
আজ বিকালে মোবাইল ফোনে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি সম্পূর্ণ অবগত নয়। আমার এএসআই রাশেদের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার