মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মো. শিহাব উদ্দিন (১৩) বাঁচতে চায়। সে নাটোরের গুরুদাসপুর উপজেলার গজেন্দ্র চাপিলা গ্রামের জালাল উদ্দিন ও নুন্নাহার বেগমের ছেলে এবং চাপিলা স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শিহাব উদ্দিন বর্তমানে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। ওই হাসপাতালের চিকিৎসরা তার পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। তবে দেশের বাইরে চিকিৎসা করাতে পারলে সে সুস্থ হয়ে উঠতে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এক্ষেত্রে ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু তার দরিদ্র বাবা-মার এ ব্যয় বহন করার সামর্থ্য নেই।
তাই সমাজের সহৃদয়বানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। সবার একটু সহযোগিতায় বাঁচতে পারে শিহাব উদ্দিন।
শিহাব উদ্দিনকে সহযোগিতা করতে ০১৭৫০-২৬৬৭০১ নম্বরে বিকাশ করে সাহায্য পাঠানো যাবে।
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম