ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার হাজিপুর এলাকায় আজ যাত্রীবাহী বাস ও গম বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী কোচ খালেক এন্টারপ্রাইজ এর সাথে বুধবার বিপরীত দিক থেকে আসা গম বোঝাই ট্রাক ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের হাজিপুর এলাকায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহতদের মধ্যে ট্রাক চালক মনিরুলসহ গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সোহেল রানা জানান। এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের যানজট সৃষ্টি হলে শেরপুর থানা পুলিশ তা নিয়ন্ত্রণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার