ভোলার লালমোহনে এমরান হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এমরান ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
বুধবার দিবাগত রাতে উপজেলার কালমা ইউনিয়নের লেজছকিনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে তিনশ পিদ ইয়াবা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমরান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো। রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ইউনিয়নের লেজছকিনা গ্রামে অভিযান চালিয়ে তিনশ পিস ইয়াবাসহ এমরানকে আটক হয়। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৭/ তাফসীর