সাভার থেকে হত্যা ও ধর্ষণ মামলার দুই আসামিকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা। আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকা থেকে হত্যা মামলার আসামি তৌহিদুল ও সিঙ্গাইরের খালেরচর এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি শফিকুলকে বুধবার রাত ১টার দিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- খুলনার খান জাহান আলী থানার জিলাতলা গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে তৌহিদুল হক (২৫)।
অপরজন সিঙ্গাইরের খালেমপাড়ার নজরুল ইসলামের ছেলে। তৌহিদুল খুলনার সাইদুল ইসলাম ওরফে সাইদুল হত্যা মামলার প্রধান আসামি ও শফিকুল ইসলাম সিঙ্গাইরের ধর্ষণ মামলার আসামি।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার