সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদনের আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।
আদালতে মিরুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুননাহার খাতুন বাদী হয়ে শাহাজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। বর্তমানে মেয়র মিরু কারাগারে আছেন।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৭/মাহবুব