সাতক্ষীরায় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি করে রিভলবার, পাইপগান ও রামদা উদ্ধার করা হয়েছে। শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় বুধবার ভোর রাতে তাদের আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অভিযান পরিচালনাকারী দলের উপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়। সকালে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার