ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত হেলপারের নাম পারভেজ ইসলাম (২৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের ছামছুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে রুপসা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের একটি খাদে উল্টে যায়। এ সময় প্রায় ১৩ জন আহত হয়।
স্থানীয় মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার ছামছুলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর, ২০১৭/মাহবুব