মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মোরেলগঞ্জের তেতুলবাড়িয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন যুব সংঘের সভাপতি মো. জিয়া খান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতশত লোক অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য নাসির উদ্দিন, রুহুল আমীন হাওলাদার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন দল এলএনডি’র নেত্রী অং সান সু চি মানবতার শত্রু। তার মধ্যে কোন মাতৃত্ববোধ এবং মানবিক গুনাবলী নেই। রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতনই এর প্রমাণ। পক্ষান্তরে নির্যাতিতদের আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বক্তারা রোহিঙ্গাদেরকে মুসলিম বা হিন্দু হিসেবে বিবেচনা না করে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে বিবেচনার আহ্বান জানান। তারা আরো বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাদের নির্যাতন দুনিয়ার সকল নির্মমতাকে হার মানিয়েছে। আন্তর্জাতিক আদালতে এর বিচার না হলে এমন পৈশাচিকতাকে স্বীকৃতি দেওয়ার দৃষ্টান্ত স্থাপন হবে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর ২০১৭/হিমেল