মাদারীপুরের শিবচর উপজেলায় ১০ জেলেকে আটক করেছে পুলিশ। নিষেধাজ্ঞা না মেনে পদ্মায় ইলিশ ধরার অপরাধে আজ ভোরে তাদের আটক করে। আটক জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ভোরে শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় নদী থেকে ১০ জেলেকে আটক করা হয়। এসময় দুই লাখ মিটার জাল ও দুই মন ইলিশ জব্দ করা হয়। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। দুপুরে দণ্ডপ্রাপ্ত জেলেদের মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার