পিরোজপুরে হত্যা মামলায় হানিফ হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আসামির ছেলে ইব্রাহিম হাওলাদারকে (৩০) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি হানিফকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ও ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হানিফ ও ইব্রাহিমের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে।
সূত্রে জানা যায়, বসতবাড়ির রেইনট্রি গাছের ডাল কাটা নিয়ে ২০০৫ সালের ১৯ জুন দুপুরে মোস্তফা হাওলাদারের সঙ্গে প্রতিবেশি হানিফ ও তার ছেলের ঝগড়া হয়। এসময় হানিফ মোস্তফাকে মারধর করে আহত করেন। মোস্তফাকে উদ্ধার করতে প্রতিবেশি মোস্তফা সিকদার এগিয়ে এলে ইব্রাহিম তাকে কুপিয়ে আহত করেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুলাই মারধরের ঘটনায় মোস্তফা হাওলাদারের স্ত্রী জাহানুর বেগম বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ২৬ জুলাই মোস্তফা হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০০৬ সালের ৫ জানুয়ারি উপ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক হানিফকে যাবজ্জীবন, তার ছেলে ইব্রাহিমকে পাঁচ বছরের কারাদণ্ড ও হানিফের স্ত্রীকে খালাস দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার