বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর, গোপালপুর ও নবগ্রাম এলাকার প্রকল্পভূক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে গত ৩ অক্টোবর থেকে শুরু করে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আজ আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করা হয়। ইউএনও শেখ হাফিজুর রহমান সজলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ ও মাদারীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাসিরুল ইসলাম।
প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের উপজেলা সমন্বয়কারী লুৎফর রহমান ও রমজানপুর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী হাসিবুল ইসলাম হাসান।
বিডি প্রতিদিন/এ মজুমদার