টাঙ্গাইল প্রেসক্লাবে মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী বলেছেন, ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়নের জন্য সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন। টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে দেখেছি এখানকার সাংবাদিকরা যথেষ্ট উন্নয়নমূলক রিপোর্ট করে থাকেন। যা সমাজ ও দেশের মানুষের জন্য কল্যাণকর। এটিই সারাদেশের জন্য মডেল হওয়া দরকার।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে ঢাকা বিভাগীয় কমিশনার টাঙ্গাইল প্রেসক্লাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা