বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগের সভাপতিসহ ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আহত ছাত্রলীগ কর্মীর বাবা আব্দুল আজিজ বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, স্থানীয় এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো ধুনট সদর পাড়ার আব্দুল মান্নানের ছেলে দল থেকে সদ্য বহিস্কৃত পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা (২১)। ওই ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করেন চপল মাহমুদ। এতে চপল মাহমুদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সেলিম রেজা। এ ঘটনার জের ধরে ১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় চপল মাহমুদকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে সেলিম রেজা ও তার লোকজন। আহত চপল মাহমুদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ছাত্রলীগ কর্মীর বাবা আব্দুল আজিজ বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা স্বেচ্ছাসবকলীগের সভাপতি সুলতান মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজাসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন