কুমিল্লা দেবিদ্বার উপজেলার শ্রীপুরের প্রবাসী ইয়াছিন মুন্সীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর মাদ্রাসা মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন নিহতের স্ত্রী জান্নাত আক্তার, স্থানীয় ইউপি মেম্বার আবদুল হালিম, নাজিম মুন্সী, মো. আফরোজ, আবু হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, ইয়াছিন হত্যা মামলার প্রধান আসামি কাউছার একজন কুখ্যাত সন্ত্রাসী। সে পাম্প দখল, ডাকাতি ও খুন, অস্ত্র দেখিয়ে ডাকাতি করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজন মামলা রয়েছে। সে আইনের ফাঁক গলিয়ে মুক্তি পেয়ে যেতে পারে। বক্তারা কাউছারের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য গত ১ অক্টোবর দেবিদ্বারের পাশের মুরাদনগরের নোয়াখলায় কাউছার লোকজন নিয়ে ইয়াছিনের ভাইয়ের মেয়েকে অপহরণ করতে যায়। ইয়াছিন বাধা দিলে তাকে মারধর করে কাউছার। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কাউছার ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা