সালিশের নামে নোয়াখালীর সুবর্ণচরে চর বাটা ইউপি অফিসে আটকে করে এক যুবতীকে রাতভর ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ভিকটিম ছুটে গিয়ে চরজব্বর থানায় ঘটনাটির বর্ণনা দেন। পুলিশ ও এলাকাবাসী গুরুতর অসুস্থ যুবতীকে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যপারে ভিকটিম (২৬) বাদী হয়ে আ.লীগ নেতা চরবাটা ইউপি চেয়ারম্যান মুজাম্মেল হোসেনসহ ২ জনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেছে। থানার মামলানম্বর ৪ তাং ৫/১০/২০১৭। এ ঘটনায় পুলিশ চেয়ারম্যানের সহযোগী রবিউল ওরফে নবীর উদ্দিনকে আটক করেছে।
ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলার চর নঙ্গলীয়ার মিয়াজী গ্রামের আফছার উদ্দিনের ছেলে রবিউল হোসেনেরসেঙ্গে মধ্য চরবাটা এলাকার মৃত আলী আহমদের মেয়ের সম্পর্ক রয়েছে। এ সুবাদে রবিউল বুধবার বিকেলে যুবতীর বাড়িতে যায়। এ সময় স্থানীয় লোকজন সেখানে যাওয়ার জন্য তাকে লাঞ্চিত করে। পরে রবিউল বিষয়টি চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে জানান। চেয়ারম্যান মোজাম্মেল হোসেন সালিশ করবে বলে স্থানীয় চৌকিদার দিয়ে যুবতীকে তার বোনসহ বোর্ড অফিসে ডেকে নেয়। গভীর রাতে চেয়ারম্যান একটি কক্ষে রেখে যুবতীকে শারীরিক নির্যাতন করে এবং তাকে পালাক্রমে ধর্ষণ করে বোর্ড অফিসে আটকে রাখে। বোন হাজেরা বহু চেষ্টা করার পর ও তাকে ওই কক্ষে প্রবেশ করতে দেয়নি। ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করে বলেন, প্রতারণার বিচার চাইতে আসলে উল্টো চেয়ারম্যান দ্বারা ধর্ষিত হয়েছেন তিনি। রাতের ঘটনা বাহিরে ফাঁস করার কথা বলায় তাকে রাতভর ইউপি পরিষদের একটি কক্ষে আটক রেখে লাঠি দিয়ে বেদম মারধর করেছে চেয়ারম্যান মোজ্জামেল। যার ফলে তার পুরো শরীরে রক্তাক্ত জখম হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্থানীয় শত শত মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যপারে কিশোরী নিজে বাদী হয়ে চেয়ারম্যানকে ১ নম্বর আসামি করে রবিউল হোসেনসহ ২ জনের বিরুদ্ধে চর জব্বার থানায় নারি ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
চর জব্বার থানার ওসি তদন্ত ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয় থানায় মামলা হয়েছে।
এ ব্যাপরে জানতে চাইলে চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ধর্ষণ ও নির্যাতনের বিষয় অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছে আমি এ ঘটনার সাথে জড়িত নয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন