ফরিদপুর শহরের ভাঙ্গারী পট্রি এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিক্তিতে কোতয়ালী থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভাঙ্গারী পট্টি এলাকা থেকে রাজনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিমউদ্দিন আহমেদ জানান, রাজন এলাকার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রাজন শহরের ভাঙ্গারী ভাঙ্গারী পট্টির মির্জা আবদুল হাইয়ের ছেলে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন