কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২৫ বোতল ফেনসিডিল নিয়ে জেলা শহরের নিউ টাউনের বাসিন্দা অ্যাডভোকেট জহিরুল ইসলাম স্বপন (৪০) ও ফারক মিয়া (৪০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা রোডের ভোগপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম স্বপন ও ফারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর