শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকুনা বাজার থেকে ১৯ ড্রাম তরল বিস্ফোরক উদ্ধারসহ মিনারা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে প্রথামিক ভাবে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতের পর চন্দ্রকুনা বাজারের তানিশা গামেন্টস অ্যান্ড সুজ নামে একটি দোকানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদর দফতর ও স্থানীয় তথ্যের ভিত্তিতে রাতে ওই দোকানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। প্রথামিক জিজ্ঞাসায় আটক মিনারা জানিয়েছেন, ফয়েজ নামে এক ব্যক্তিকে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। আর ফয়েজ আরেক ব্যক্তিকে ভাড়া দেন। কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে এর বেশি কিছু জানেন না তিনি।’
পুলিশ সুপার আরও বলেন, দুর্গাপূজায় জেলার বেশ কয়েকটি স্থানে নাশকতার সৃষ্টির জন্য এসব বিস্ফোরক এখানে মজুদ করা হয়েছিল। সকালে পুলিশ সদর দফতর থেকে একটি পরিদর্শন দল এসব বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষা করবে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ তাফসীর