কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অাওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শহীদুল ইসলাম হক ( ৫০) নামে একজন নিহত হয়েছেন।
এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন অাহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঐ গ্রামে গত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে বিরোধ চলে অাসছিলো। স্থানীয় সর্দার গ্রুপের নেতৃত্ব দেন ছাতিয়ান ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিন মন্ডল ও মন্ডল গ্রুপের নেতৃত্বে দেন ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারন সম্পাদক তাছেল অালী মন্ডল।
পূর্ব বিরোধের জের ধরে অাজ (শুক্রবার) সকালে স্থানীয় একটি পুকুরের অধিপত্য নিয়ে মন্ডল গ্রুপের হাসেম মহরীর সাথে সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহীদুল ইসলাম হক নামে সর্দার গ্রুপের এক সমর্থক নিহত হয়। এ সময় সংঘর্ষে রবজেল, রাজাখান, ইবাদত, মন্ডল, সুজন, রুবেল, সোহাগ ও ফুয়াদ অাহত হন। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ ফুয়াদকে অাটক করেছে। অাহতরা মিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজিজুর রহমান জানান, অাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা/হিমেল