ভোলার মেঘনায় শুক্রবার ভোরে ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করা হয়েছে। মেঘনার ইলিশা, ভাংতির খাল, মেদুয়া ও হেতনার খাল পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসিমে মা ইলিশ রক্ষায় নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের দু’টি টিম অভিযানে নামে। এসময় অভিযান দলটি মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ ধরার অপরাধে ৪ হাজার মিটার কারেন্ট জালসহ ১৭ জেলেকে আটক করে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ