ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে সাতটি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। স্বর্ণেরবারগুলোর মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে। শুক্রবার সকাল ৯ টায় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক জানান, আটকদের বিষয়ে তাদের কাছে গোপন খবর ছিল। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে একজনের জুতার ভেতর ও অন্যজনের কোটের পকেট থেকে মোট সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান মোহাম্মদ সাদিক।
আটককৃতরা হলেন- মাহাবুব আলম(৩৫) ও মিজানুর রহমান (৪২)। আটক মাহাবুব আলম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে ও মিজানুর রহমান মুন্সিগঞ্জ সদরের বানিয়া আশুলিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ