গাজীপুরে ট্রাকের ধাক্কায় শাহিনুর নামের এক গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ধাক্কা দিলে শাহিনুর ঘটনাস্থলেই মারা যান।
নাওজোড় হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা