নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির সব কথাই মনগড়া। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন। বিচারপতি চিঠিতেও এটি উল্লেখ করেছেন। এ নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে। প্রধান বিচারপতির ছুটি নিয়ে এ দেশে পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারা।
আজ শুক্রবার সকালে মাদারীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করতে চায় বিএনপি।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা