কুষ্টিয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ৬২ জনকে আটক করা হয়েছে। জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, জেলায় নাশকতাসহ নানা অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর থানায় ১৪ জন, কুমারখালীতে ১০ জন, খোকসায় দু’জন, মিরপুরে পাঁচজন, ভেড়ামারায় চারজন, দৌলতুপরে ২০ জন ও ইবিতে সাতজনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ