ঝিনাইদহে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। অভিযানে ঝিনাইদহ সদর থেকে ৭২ জন, শৈলকুপা থেকে ৩১ জন, মহেশপুর থেকে ১৪ জন, কালীগঞ্জ থেকে ছয়জন, হরিণাকুণ্ডু থেকে ১০ জন ও কোট চাঁদপুর থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ