ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষ্মীপুর নামক স্থানে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষ্মীপুর নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন আহত হন।
আহতরা হলেন-ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার মাসুদ মাহমুদ, ঝিনাইদহের কোট চাঁদপুর এলাকার সাইদুর রহমান, সদর উপজেলার চাকলাপাড়ার অপূর্ব, বেপারিপাড়ার আব্দুর রশিদ, গৌতম, আরাপপুর এলাকার আকরাম হোসেনসহ ২০ জন।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঝিনাইদহ-মাগুরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ