খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জান্নাত বেগম (২২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় ঘাতক স্বামী মোখলেছ মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে গুইমারার দক্ষিন হাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধু ব্রাম্মনবাড়ীয়ার ফারুক মিয়ার মেয়ে। তাঁর দেড় বছরে একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ জানায়, সকালে তাস খেলাকে কেন্দ্র করে স্ত্রী জান্নাত বেগমের সাথে মোখলেছ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোখলেছ জান্নাতের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন টিটো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘাতক স্বামীকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ