সিরাজগঞ্জের কামারখন্দে হামিদুল ইসলাম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (৩য় আদালত) বিচারক মো. সাইফুল এলাহী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের সাখাওয়াত হোসেন ওরফে সামাদ মন্ডলের ছেলে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, হামিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৬ জানুয়ারি কামারখন্দ উপজেলার জামতৈল কৃষি কলেজপাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে কামারখন্দ থানার এসআই ফারুক সরকার বাদী হয়ে হামিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবার পর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/মাহবুব