দিনাজপুরের ফুলবাড়ীতে লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের তার বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব।
লিপি বেগম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ও একই উপজেলার আলাদিপুর ইউনিয়নের জিয়াতগাঁও গ্রামের শরিফুল হকের স্ত্রী।
পরিবারের দাবি, লিপি বেগম স্বামী সংসার নিয়ে দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ছিল এই কারণে সে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, লিপি বেগম ও স্বামী শরিফুল হক সমস্যার কারণে দীর্ঘদিন থেকে তারা পৃথকভাবে বসবাস করছে। লিপি এ কারণে তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতো।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/মাহবুব