দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঘুরিয়া গ্রামে আমন ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। আজ বিরামপুর উপজেলা কাটলা ইউনিয়নের চৌঘুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিরামপুরের কাটলা ইউনিয়নের চৌঘরিয়া গ্রামের মাটিয়া উরাওয়ের মেয়ে রিনা উরাও মাঠের বিরোধীয় কৃষি জমিতে আমন ধান রোপন করেন। সকালে তিনি লোকজন নিয়ে জমির ধান কাটতে গেলে প্রতিপক্ষের বিনয় উরাও এর লোকজন বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) বেলাল হোসেন ঘটনা তদন্তে হাসপাতাল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার