পাবনা জেলা প্রশাসকের বাংলোতে চিকিৎসক না পাঠানোর অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মঞ্জুরা রহমানকে ওএসডির প্রতিবাদে মানববন্ধন করেছে চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্ত্বরে আজ ২য় দিনের মতো এই কর্মসূচি পালন করেন তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী ও ইন্টার্ন চিকিসক ও বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষানবিস শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে চিকিৎসকদের হাতে জেলা প্রশাসকের অপারণ দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে।
মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য দেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক রেজা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ আহমদে তাউস, ডা: জাহেদী হাসান রুমী, ডা: শাহিন ফেরদৌস শানু, ইন্টার্ন চিকিসক পরিষদের সভাপতি ডাঃ শাহা আলম শোভন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ নিয়ম বহির্ভুতভাবে আমাদের হাসপাতালের সহকারী পরিচালককে ওএসডি করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক যে অভিযোগ এনেছেন সেটি সঠিক না। একই সাথে জেলা প্রশাসককে চিকিৎসা না দেয়ার অভিযোগে হাসপাতালের সহকারী পরিচালকের ওএসডি অবিলম্বে প্রত্যাহের আহবান জানান তারা। ওই আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন বক্তারা।
এ সময় তারা জেলা প্রশাসকের অপসারণ দাবিও করেন। এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি অসুস্থ হওয়ার পর কে বা কারা পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে ফোন করেছিল আমার জানা নেই। আর তার ওএসডির বিষয়েও কিছু বলতে পারছি না।
অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তাদের নাগরিক অধিকার, আমাকে অপছন্দ করলে তো অপসারণ চাইতেই পারেন তারা।
প্রসঙ্গত, গত বুধবার পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো অসুস্থ হলে জৈনক ম্যাজিষ্ট্রেট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে বাসায় গিয়ে চিকৎসার জন্য বলেন। তিনি যেতে অপারগতা প্রকাশ করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ওএসডি করানো হয়।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/হিমেল