বগুড়ার শাজাহানপুরে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া করতোয়া নদীর পাড়ে বটগাছতলা এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেয়া খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি এক যুবকের। পড়নে কালো প্যান্ট ও গাঁয়ে টি-সার্ট ছিল। লাশ পচন ধরায় প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাত বা কাটা-ফাটার চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার