বগুড়ার শেরপুর উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে পরামর্শ সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় শাপলা হিজড়া উন্নয়ন (এমএসএম) সংগঠনের উদ্যোগে বিআরডিবির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতর বগুড়ার উপ-পরিচালক শহিদুল ইসলাম খান। বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌরসভার সাবেক কাউন্সিলর মমতাজ বেগম রুবী, সমাজ সেবক ওমর ফারুক, শাপলা হিজরা উন্নয়ন সংগঠনের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক শেফালী খাতুন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা হিজরা জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের বিষয়ে নানা দিক তুলে ধরে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন