কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের আলোচিত ইয়াবা ও রোহিঙ্গা পাচারকারী আব্দুল্লাহ অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়। এর আগে, রবিবার ভোরে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, এলাকার শীর্ষ মানব পাচারকারী আব্দুল্লাহ বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় মানব পাচার ও মিয়ানমান থেকে সম্প্রতি রোহিঙ্গা পাচারের পাশাপাশি মিয়ানমারের সাথে ইয়াবা পাচার কাজে জড়িয়ে পড়ে। তাছাড়া স্থানীয় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে সে এলাকায় দাপিয়ে বেড়ায়। গত ১৬ অক্টোবর শাহপরীর দ্বীপের বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবির ঘটনায় শিশু ও নারীসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়। এই নৌকায় রোহিঙ্গা পাচারে শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার আজগর আলী মাঝির নেতৃত্বে জামাতা আব্দুল্লাহসহ একটি সিন্ডিকেট জড়িত ছিল।
টেকনাফ মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, আটক আব্দুল্লাহর ব্যাপারে একাধিক অপরাধের অভিযোগ পাওয়া যাচ্ছে। তাকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত তার অপরাধ আমলে নিয়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/মাহবুব