কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও একজন ট্রাকের হেলপার নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর সামিট পাওয়ার প্লান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শাহজালাল জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের চাকা পাংচার হয়ে এক পথচারীকে চাপা দিয়ে সামনের একটি ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও পথচারী নিহত হয়।
হাইওয়ে পুলিশ ইলিয়গঞ্জ ফাঁড়ির এসআই মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৭/আরাফাত