রাঙামাটিতে ৭ম শ্রেণির এক ছাত্রকে মারধরের ঘটনায় ৩জন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে শহরের হাসপাতাল এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন-মো. পারভেজ (১৪), অনিল কান্তি চাকমা (২২), শাওন চাকমা (২৭)। এ ঘটনায় এলাকায় থমতমে পরিস্থিতি বিরাজ করছে। তাই নাশকতার এড়াতে অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরের জেনারেল হাসপাতাল এলাকায় ৭ম শ্রেণীর পড়ুয়া পারভেজ তার স্কুলে বন্ধুদের সাথে বাসায় যাচ্ছিল। এসময় একদল উপজাতি যুবক রাস্তায় পারভেজ ও তার বন্ধুদের অতর্কিত মারধর শুরু করে। এঘটনায় পারভেজ আহত হলেও বাকি তিনজন ছাত্র পালিয়ে যায়। পারভেজের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে দুর্বৃত্তদের হাত থেকে তাকে উদ্ধার করে। এসময় উত্তেজিত মানুষের গণ পিটুনির শিকার হয় পথচারি অনিল ও শাওন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আহত পারভেজ বলে, আমি আমার সহপাটিদের সাথে পাইভেট পড়ে বাসাই যাচ্ছিল। এসময় বিছু উপজাতি যুবক আমাদের রাস্তায় একা পেয়ে অযথা মারধর শুরু করে। আমি তাদের চিনি না। কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বড় ছিল।
এ ব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানার কর্মকর্তা (ওসি) বলেন, ওই যুবকরা স্কুলের ছাত্রদের মারধর করার কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে মামলা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন