ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আজ রাতে অাশোক অালী (৫৫) নামে এক হত্যা মামলার অাসামির মৃত্যু হয়েছে। নিহত অাশোক নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের অালীর ছেলে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার নুরনবী ভূইয়া বলেন, নাসিরনগরে একটি হত্যা মামলার অাসামি হয়ে ৩ অক্টোবর জেলা কারাগারে অাসেন অাশোক অালী। বিকেল চারটার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিকভাবে কারাগার চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার