গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বাড়িতে ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকাসহ মূলবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। রবিবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির সবাইকে ১৫-২০ জনের ডাকাতদল ওড়না ও কাপড় দিয়ে হাত-পা বেঁধে ঘরের আলমারি থেকে ১৫ ভরি স্বর্ণের অলঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও মূলবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, এটা ডাকাতির ঘটনা কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার