টাঙ্গাইল সদর উপজেলার কোনাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুর ও শ্যালককে হত্যার চেষ্টা করেছে মেয়ের জামাই জাহাঙ্গীর আলম। এসময় শ্বশুর শামসুল আলমকে গলা কেটে ও ৮ বছরের শ্যালক সাইফুলকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে সে।
রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় শামসুল আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত শামসুল হকের মেয়ে ছালমা জানায়, কয়েকদিন আগে আমার বাবা একটি জমি বিক্রি করে। সেই জমি বিক্রির টাকার জন্য আমার স্বামী বাবাকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে রাজি না হওয়ায় বাবাকে গলা কেটে ও ছোট ভাইকে বালিশ চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিলো সে।
তিনি আরো জানান, এই ঘটনায় বাবার শ্বাসনালী কেটে গেছে, ভাইয়ের অবস্থাও খারাপ। আর ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছে। সোমবার এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর