কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলার গজরকুটি সীমান্তের ৯৩৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৫ নম্বর সাব পিলারের পার্শ্ববর্তী এলাকা ৪৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে থেকে এই বিপুল পরিমাণ গাঁজাগুলো জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুল হক গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট ক্যাম্পের বিজিবি’র টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মাদক চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে। এসময় গাঁজার পাটলা ফেলে পালিয় যায় চোরাকারবারীরা। পরে ঘটনাস্থল থেকে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর