সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার সাভার থানা বিএনপির সভাপতি মাহামুদুল হাসান আলালের ছোট ভাইয়ের বাড়িতে এ ডাকাতির চেষ্টার সময় দুই ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। সোমবার ভোরে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।
এ ব্যাপারে ব্যবসায়ী রাশেদুল হাসান জালাল জানান, ভোরে একতলা বাড়িতে কলাপসিবল গেট কেটে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সবাই চিৎকার করেন।
পরে ডাকাতরা একটি মোবাইল ও সামান্য কিছু টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুলকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে পালানোর সময় এলাকাবাসীর হাতে দুই ডাকাত আটক হয়। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে এলাকাবাসী। আটক ডাকাতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ