নাশকতাসহ বিভিন্ন মামলায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাঠানকে (৪৯) সোমবার বেলা ১১টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। ছলিমপুরের বড়ইচরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশের একটি দল বড়ইচরা বাজারে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে। এ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, আব্দুর রহিমের বিরুদ্ধে থানায় নাশকতা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুর রহিমের বাড়ি কোলেরকান্দি বটতলা এলাকায়।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ