ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃষক হাফিজ উদ্দিন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন করাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে ময়মনসিংহ আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম খান দুলাল বলেন, ২০০৪ সালের ২ নভেম্বর গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের মাইলটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধী কৃষক হাফিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। পরদিন নিহতের স্ত্রী মোছা. আক্তার খাতুন বাদী হয়ে গফরগাঁও থানায় তোফাজ্জল হোসেন, ফেরদৌস, চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিন, শেফালী বেগম, ফাতেমা খাতুন, মোফাজ্জল হোসেন এই ৯জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ১৭ বছর পর বিজ্ঞ আদালত বিভিন্ন স্বাক্ষী প্রমাণ শেষে সোমবার দুপুরে তোফাজ্জল হোসেন (৩৫) ও ফেরদৌসকে (৩২), যাবজ্জীবন করাদণ্ডাদেশ দেন। এছাড়াও পলাতক চঞ্চল মিয়া, উজ্জ্বল মিয়া, জাহাঙ্গীর হোসেন, সাহাবউদ্দিনসহ, শেফালী বেগম, ফাতেমা খাতুন, মোফাজ্জল হোসেনকে খালাস দেয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান বলেন, আসামিরা ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে মামলাটি রিট করা হবে।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব