বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে সম্মাননা পেয়েছেন চুয়াডাঙ্গার মো. মফিজুর রহমান মাহফুজ। দেশের কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার থেকে মুক্ত করা এবং নিজে স্বাবলম্বী হওয়ায় তাঁকে এ সম্মাননা দেয়া হয়েছে।
রবিবার বিকালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সম্মেলনে মাহফুজের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল।
‘মাফুজ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন ইতিপূর্বে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা শাখা কর্তৃপক্ষ জানান, ‘ইতিপূর্বে আমরা মাহফুজের সফলতার খবর সংবাদপত্রে দেখি। সম্প্রতি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ অঞ্চলের কৃষিতে অবদানের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি নিশ্চিত করলে আমরা মাহফুজের ভার্মি কম্পোস্টের প্রকল্পটি সরেজমিনে দেখতে যাই। পরে কর্তৃপক্ষকে লিখিতভাবে মাহফুজের সফলতার বিষয়টি জানালে কর্তৃপক্ষ তাঁকে সম্মাননার জন্য মনোনীত করে এবং স্বল্প সুদে তাঁকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয়।’
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব