নৈশ প্রহরীকে বেঁধে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার দলার দরগা বাজারের মেসার্স কৃষি বিতানে এই ডাকাতির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি সিনজেনটা কোম্পানির পরিবেশক।
বাজারের নৈশ প্রহরী মোকলেছুর রহমান জানায়, রবিবার আনুমানিক রাত ২টার দিকে দেশীয় অস্ত্র হাতে হাফপ্যান্ট ও মুখোশ পড়া ১৬/১৭ জনের একটি ডাকাত দল তাকে আটক করে। এরপর মুখ, হাত ও পা বেঁধে তাকে পার্শ্বে ধান ক্ষেতে ফেলে রেখে মেসার্স কৃষি বিতান নামে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে ডাকাতি শুরু করে। কিছুক্ষণ পর তার অপর সহযোগী নৈশ প্রহরী রেজাউল তার খোঁজ করার সময় কোন সাড়া না পেয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। এসময় সে ব্যবসা প্রতিষ্ঠানে মুখোশধারী ডাকাত দলকে দেখতে পেয়ে 'ডাকাত, ডাকাত' বলে চিৎকার করতে করতে বাজারের প্রধান সড়কে দৌড়াতে থাকে। এসময় চিৎকারে বাজারের অপরদিকে থাকা টহল পুলিশ ও স্থানীয় দোকানিরা এগিয়ে এলে ডাকাত দল ছটকে পড়ে।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবিরের বড় ভাই মিলন জানান, ডাকাতরা ফাইল কেবিনেটসহ সব টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করেছে। নিয়ে গেছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল। এরমধ্যে কিছু মালামাল সোমবার সকালে ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/আরাফাত