চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে নৌ-পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার অভিযোগ এনে মানহানি মামলা দায়ের পর এবার তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মাদারীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, মাদারীপুর সদরের বাসিন্দা নৌমন্ত্রীর ভাগ্নে সৈয়দ আসাদউজ্জামান মিনার বাদী হয়ে গত ২৩ নভেম্বর থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি লিখিত অভিযোগ দেন। এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা চাওয়া হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাক্ষেপে ২৬ নভেম্বর রাতে মামলাটি নথিভুক্ত হয়। এরপর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু নাঈমকে মামলাটির তদন্তভার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ায় অভিযোগ তুলে মাদারীপুর আদালতে ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানি মামলা। ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেছেন নৌ-মন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের সদস্য ফারুক খান।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৭/মাহবুব