বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ মহল। সোমবার দুপুড় পৌনে ১টায় মাঝিড়া এলাকায় পুরাতন থানা ভবনের সামনে অবস্থান নিয়ে মোটর যান অধ্যাদেশের বিভিন্ন ধারায় মোট ১৫টি মামলায় অর্ধলক্ষাধিক টাকা জড়িমানা আদায় করা হয়।
এসময় হাইড্রোলিক হর্নের মোট ১৮টি বাঁশি সেট জব্দ করা হয়। অভিযানে অংশ নেন বগুড়া বিআরটিএ ইনস্পেক্টর ফয়েজ আহম্মেদ, বগুড়া ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর মাহবুবুর রশিদ, র্যাব ১২ বগুড়া ডিএডি রফিক প্রমূখ।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোঃ জাকিউল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহি বাস ও ট্রাকসহ মোট ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৫৫ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে। এসময় গাড়িতে লাগানো হাইড্রোলিক হর্নের সেটসহ মোট ১৮টি বাঁশি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ নভেম্বর ২০১৭/হিমেল