নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল মিড়পাড়া ও হিরাঝিল এলাকায় রবিবার রাতে পৃথক দু’টি অগ্নিকান্ডে পুড়েছে ১২টি তুলার গোডাউন ও ৭টি দোকান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ডিএনডি খালের উপর অবৈধ ভাবে গড়ে উঠা ফার্নিচার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় মোবাইলের দোকান, কাপড়ের দোকান, ফার্নিচার, হোটেল ও চায়ের দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়। অপরদিকে গোদনাইল মীরপাড়া এলাকায় অগ্নিকান্ডে পুড়েছে ১২টি তুলার গোডাউন ও মেশিনারীজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল মীরপাড়া এলাকায় ফুলমতি এন্টারপ্রাইজ নামের তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত অন্যান্য গোডাউনেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা চেষ্টার পরে ভোরবেলায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই ফুলমতি এন্টারপ্রাইজ, জুয়েল এন্টারপ্রাইজ, ফাদার এন্টারপ্রাইজসহ অন্তত ১২টি তুলার গোডাউন ও মেশিনারীজ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষতির পরিমাণ এক কোটি টাকা হবে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের মোঃ আরিফ জানান, তাদের ২টিসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ চলছে।
এদিকে রবিবার রাত ১০ টায় হিরাঝিল এলাকায় অগ্নিকান্ডে ফার্নিচার মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগন নিয়ন্ত্রণ করে। অবৈধ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন দমকল বাহিনীর লোকজন। আগুনে মোবাইলের দোকান, কাপড়ের দোকান, ফার্নিচার, হোটেল ও চায়ের দোকানসহ ৭টি দোকান পুড়ে যায়। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে মালিকদের দাবি। ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার ফখর উদ্দিন জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
বিডিপ্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান