মাইজদী পুরাতন বাসষ্ট্যান্ডে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এ সময় গোপন সংবাদ ভিত্তিতে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেনের নির্দেশে রবিবার রাতে এসআই আবদুল বাতেন ও এসআই ইকবালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোরকে উদ্ধার করে থানায় নিয়ে উত্তম মধ্যম দেয়। দুই জনের বাড়ি বজরা ও সোনাইমুড়ী বলে জানা গেছে।
এসআই বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক যুবককের কাছে একটি নকল চাবি পাওয়া গেছে। তবে থানায় একটি প্রভাবশালী মহল এদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য জোর তদবির চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনায় শত শত লোক জমাট হয়। জানা যায়, গত ৩ মাসে জেলা শহর মাইজদী ও মাইজদীর আশপাশ থেকে প্রায় ৩০-৩৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। এ নিয়ে স্থানীয়রা আতংকে রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার